রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের নাকি সেটিং হয়েছে। এমন অভিযোগ করে সিপিআইএম। সেটিংটা কীরকম তা তথ্য দিয়ে বলতে পারে না। যাইহোক, এবার ঝুলি থেকে বিড়াল বেরল।
দলের মুখপত্র গ্ণশক্তি-তে মোদীর কলকাতার কর্মসূচির বিরাট বিজ্ঞাপন। বিজেপির প্রচার। ভোটের আগে সরকারি অর্থে গেরুয়া প্রচার। আর তাতে হাত মিলিয়েছে সিপিএম। শহিদ মিনারে বাজপেয়ি-জ্যোতি বসুদের হাত ধরে তোলা ছবি গুগলে ঘুরে বেড়াচ্ছে। সেই ইতিহাসের সূত্র ধরেই সিপিএমের প্তহ চলা।
অন্য কোনও দল অরাজনৈতিক সভা ডাকলে সিপিআইএম যায় না পাছে বলে হাত মিলিয়েছে। আর এখানে বিজেপির বিজ্ঞাপন। লোকে বলছে, আসল সেটিংটা সিপিএম আর বিজেপির। সেটাই ফাঁস হয়ে গেল।