শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে একসময় চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু গত রবিবার বোমা ফাটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, বিচারপতির পদ ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করবেন তিনি। এরপর মঙ্গলবারই হাইকোর্টে গিয়ে জিপিও মারফত দেশের রাষ্ট্রপতিকে বিচারপতির পদ থেকে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে এবার এসএসসি মামলায় নবম-দশম চাকরিহারাদের নয়া আবেদন। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তাঁরা।
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের দাবি, বিচারপতি পদে থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কখনই ‘নিরপেক্ষ’ বিচার করেননি। রাজনীতিতে যোগদানের আগে স্রেফ নিজের ইমেজ গড়ে তোলার জন্য এমন রায় দিয়েছেন। বিজেপিতে যোগদানের আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনও গ্রহণযোগ্যতা নেই বলেই দাবি মামলাকারীদের। তাই সেই নির্দেশগুলি খারিজ করার দাবি চাকরিহারাদের একাংশের।