প্রাক-নির্বাচনী আবহে আরও একবার মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, নারীদিবসের মঞ্চ থেকে চরম হুঙ্কার শানালেন তিনি। বৃহস্পতিবার নারী দিবসের কর্মসূচি স্বরূপ বাংলার মা-বোনেদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশেষ মিছিল আয়োজন করা হয়। আর সেই মিছিলের মঞ্চ থেকেই একের পর এক বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কাল ও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয় আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?”
আর এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মমতার কটাক্ষ, “গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।” লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প নিয়ে মঞ্চ থেকে এদিন সোচ্চার হন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, ইডি সিবিআই-সহ একাধিক ইস্যু তুলে ক্ষোভে ফেটে পড়েন মমতা। “বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। পিন্টু বাবুর এত রাগ কেন? নির্বাচনের আগে বলবে সিএএ হবে। আমরা এখানে আধার কার্ড কাটতে দেব না। এনআরসিও করতে দেব না। মতুয়াদের যে ভাগ করার রাজনীতি, ত আমরা মানব না। উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গ ভাগ আমরা মানব না”, স্পষ্ট জানান তিনি।