আগামিকাল আন্তর্জাতিক নারী দিবস। আর তার প্রাক্কালে মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’— এই স্লোগানকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘সন্দেশখালি নিয়ে অনেককে ভুয়ো সংবাদ দিয়েছে। হতেই পারে হাতের পাঁচটা আঙুল সমান নয়। অনেক সময়ে আমাদের জানা থাকে না। যদি কোনও অন্যায় হয়েও থাকে, সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিই। এবং তৃণমূল কর্মীদেরও গ্রেফতার করতে কখন কার্পন্য বোধ করি না’।
এদিন, মমতার সঙ্গে অভিষেক-সহ দলের নেতা, বিধায়ক ও সাংসদদের মিছিলে হাঁটতে দেখা যায়। এমনকী, মিছিলে ছিলেন সন্দেশখালির মহিলারাও। মিছিলে শেষে জনসভায় মমতা বলেন, ‘৮ মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস। প্রতিবারই আমরা পালন করি। মিছিল করি। যেহেতু আগামিকাল শিবরাত্রি পড়েছে, আর মা-বোনেরা অনেকে উপোস রাখেন। তাই সেই উপোস অবস্থায় তাঁদের আসা হয়তো সম্ভব হবে না। তাই সবটা বিচার করেই আজকে করলাম’।
এদিন, বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘বিজেপির কাজ একটাই তৃণমূলকে কেস দাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, জেলে পুরে দাও। আর জোর করে নির্বাচনে জেতো। আমি তাঁদের বলি, বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন? বিজেপি, যদি আপনারা এমনিতেই জিতে পারেন, তাহলে বদনাম কেন করেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা একমাত্র জায়গা, যেখানে মহিলারা সবচেয়ে নিরাপদ। বিহারে বিচার হয় না, উত্তরপ্রদেশে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, তখন কোথায় ছিলেন বিজেপি নেতারা? হাথরস যখন জ্বলছিল, কোথায় ছিলেন’?