৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস। আগামিকাল যেহেতু শিবরাত্রি পড়েছে, তাই আজই মিছিল, বললেন মমতা। প্রত্যেক মহিলাকে নারী দিবসের শুভেচ্ছা জানালেন।
মমতা বললেন, ‘বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। পিন্টুবাবু কো গুস্সা কিঁউ আতা হ্যায়?’’ মমতা বললেন, ‘বাংলায় ৪৫৪টা কেন্দ্রীয় দল এসেছে। কিন্তু মণিপুরে যখন নগ্ন ভাবে মহিলাদের হাঁটানো হল, তখন ক’টা দল গিয়েছিল। হাথরসে ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল? আপানাদের যত রাগ, সব বাংলার উপর?’’ আগে নিজের দিকে তাকিয়ে দেখুন আপনার রাজ্যগুলি কী করছে?
ট্রেন বাতিল করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ ক্ষমতায় আছো তাই ট্রেন ক্যানসেল করছ। কিন্তু যখন ক্ষমতা চলে যাবে, তখন ট্রেন ড্রেনে ঢুকে যাবে। তখন ট্রেন তোমাদের পেইন হয়ে যাবে। আর আমাদের গেইন হবে।’
মমতা বললেন কত জায়গায় বিজেপির নেতাদের হাতে নির্যাতিত হচ্ছেন মা-বোনেরা। তারা ভয়ে কিছু বলতে পারে না। কিন্তু বাংলার মেয়েরা কথা বলতে জানে। বাংলায় কিছু হলে মহিলারা তেড়েফুড়ে ওঠে, আমি এটা পছন্দ করি।