লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরাখণ্ড। ‘ডবল ইঞ্জিন’ এই রাজ্যের জিম করবেট ন্যাশনাল পার্কে প্রায় ৬,০০০ গাছ কাটা হয়। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দেশের সর্বোচ্চ আদালত। জিম করবেট ন্যাশনাল পার্কে নির্বিচারে গাছ কাটা ও বেআইনি নির্মাণের জন্য উত্তরাখণ্ডের বিগত সরকারকে তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। বুধবার উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত ও প্রাক্তন ফরেস্ট ডিভিশনাল অফিসার কিষাণ চন্দকে একটি কমিটি গড়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ করার নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
পাশাপাশি, বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে আইনকে উপেক্ষা করেছেন প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত ও প্রাক্তন ফরেস্ট ডিভিশনাল অফিসার কিষাণ চন্দ। পর্যটনের অজুহাতে ভবন নির্মাণের জন্য ব্যাপকভাবে গাছ কেটেছেন। তাঁদের এহেন দুঃসাহসিকতায় আদালত ভীষণ বিস্মিত বলে জানান বিচারপতিরা। বিচারপতি বিআর গাভাই, পিকে মিশ্র ও সন্দীপ মেহতার বেঞ্চ জানায়, আমলা ও রাজনীতিবিদরা জনগণের আস্থাকে ‘ওয়েস্ট বিনে’ ফেলে দিয়েছেন। আদালত, জঙ্গলের ভেতরে অনেকগুলি জায়গায় টাইগার সাফারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিন মাসের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।