প্রায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সরগরম রাজনীতির আবহ। ইতিমধ্যেই শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। চূড়ান্ত হল কংগ্রেসের ইস্তেহারের খসড়া। সেই খসড়া ইস্তেহার কমিটি তুলে দিয়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপিকে টেক্কা দিতে হাত শিবির বড়সড় ঘোষণা করতে চলেছে। কংগ্রেসের ইস্তেহারে মোটামুটিভাবে নজর দেওয়া হচ্ছে মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা এবং অর্থনৈতিক অগ্রগতিতে। সামাজিক ‘ন্যায়’কেও প্রাধান্য দিচ্ছে হাত শিবির। সূত্রের দাবি, বেকারদের ‘ন্যায়’ পাইয়ে দিতে ইস্তেহারে ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেবে কংগ্রেস। মহিলা সংরক্ষণ আইনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় হাত শিবির। এবার সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার পাশাপাশি আগেরবারের লোকসভা নির্বাচনের মতো এবারেও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলিতে মাসিক ৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনাকে ইস্যু করতে চাইছে হাত শিবির। ইস্তেহারেও সেই প্রতিশ্রুতি থাকছে। বুধবার মধ্যপ্রদেশে ভারত জোড় ন্যায় যাত্রা চলাকালীন সেটা আরও একবার ঘোষণা করেছেন রাহুল গান্ধী। সাম্প্রতিক অতীতের জ্বলন্ত ইস্যু কৃষক বিক্ষোভ। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই কৃষকদের দাবি পূরণের উদ্দেশে এমএসপির আইনি গ্যারান্টি দিতে পারে কংগ্রেস। এছাড়াও সংখ্যালঘু ভোটকে একত্রিত করার লক্ষ্যে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছে হাত শিবির। যদিও আপাতত ইস্তেহারের খসড়া তৈরি হয়েছে। যা তুলে দেওয়া হয়েছে মল্লিকার্জুন খাড়গের হাতে। বৃহস্পতিবার দলের নির্বাচনী কমিটিতে এই খসড়া পাশ করানো হবে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।
