দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের পক্ষ থেকে। দমকল ও রাজ্য পুলিশ,কলকাতা পুলিশে প্রায় ২০০০ টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পেল। এর মধ্যে দমকলে প্রায় ৬০০টি পদ ও রাজ্য পুলিশ ১৩০০টির বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্য কলকাতা পুলিশও নতুন করে ৩৫০টি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মার্চ মাসের ১৩ তারিখের মধ্যে ভোট ঘোষণা হওয়ার কথা। এর মধ্যেই যাবতীয় প্রকল্পের কাজ শেষ করতে হবে।’ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলে নতুন করে কোনও প্রকল্পের কথা ঘোষণা করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে উন্নয়নমূলক উদ্যোগগুলি থমকে না যায় সেই জন্য এই উদ্যোগ।
এদিন আক্ষেপের সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে ভালো কাজ নিয়ে কিছু বলে না। আমরা এতদূর এগিয়েছি সেই নিয়ে কেউ কিছু বলে না।’ এদিন সুন্দরবনকে রক্ষা করার জন্য ৪১০০ কোটি টাকার প্রকল্প প্রসঙ্গ উঠে আসে। বিশ্বব্যাঙ্ক টাকা দেবে ৭০ শতাংশ। ১২৩০ কোটি টাকার অনুমোদন রাজ্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে।