প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রচারমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ‘ধনীদের মন্ত্রী’ অভিযোগ করে তাঁর দাবি, রামমন্দির উদ্বোধনে শুধুমাত্র ধনী শিল্পপতি ও বলিউড স্টারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কোনও গরিব, সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই সঙ্গেই তাঁর খোঁচা, ‘রামমন্দির নিয়ে ঢালাও প্রচারের পরও লাফিয়ে কমছে মন্দিরের ভক্তসংখ্যা।”
২২ জানুয়ারি ‘অসমাপ্ত’ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠাকে ‘নাটক’ বলে উল্লেখ করে আসানসোলে এক জনসভায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়, রামমন্দির নিয়ে এত প্রচারের পর প্রথম দিন ৫ লক্ষ মানুষ এখানে আসেন। বড় ব্যবসায়ী ও বলিউড শিল্পীদের আমন্ত্রণ করা হলেও সাধারণ মানুষ ব্রাত্য ছিলেন সেখানে। এর পর দ্বিতীয় ও তৃতীয় দিনে মাত্র ৩ লাখ মানুষ মন্দির দর্শনে যান। তার পর ২ লাখ হয়ে, এখন মাত্র ৫ থেকে ১০ হাজার মানুষ সেখানে যাচ্ছেন। অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার জন্য শংকরাচার্যরা সেখানে যাননি’।
পাশাপাশি মোদীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি রামমন্দিরের প্রচার চালাতে অনেক নাটক করেছেন। এদিকে দেশের কৃষকরা রাস্তায় বসে আছেন। আসলে আপনি প্রধানমন্ত্রী নন, প্রচারমন্ত্রী। আপনি যদি শুধু প্রচারই করেন তাহলে কাজ করবেন কখন’?