জলপাইগুড়ি বানারহাটে জন বার্লার বাড়িতে মনোজ টিগ্গা। তবে দীর্ঘক্ষণ বসেও দেখা পেলেন না। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে মঙ্গলবার বিকেলে বিষ্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আর তাই মান ভাঙাতে জন বার্লার বাড়িতে হাজির হন মাদারিহাটের বিধায়ক তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তবে দীর্ঘক্ষণ বসে থেকেও জন বার্লার দেখা পেলেন না মনোজ টিগ্গার।
দেখা না পেয়ে চা পান করে একপ্রকার নিরাশ হয়েই ফিরতে হল মনোজ টিগ্গাকে। এদিকে পরিবারের সদস্যরা জানান, রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বেড়িয়ে গেছেন জন বার্লা। এদিন দীর্ঘক্ষণ জন বার্লার বাড়িতে বসে থেকে দেখা না পেয়ে বের হওয়ার পর মনোজ টিগ্গা বলেন, “কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে মাদারিহাটে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মন্ত্রী বেরিয়ে গেছেন। আশা করি পরে দেখা হবে।”
অন্যদিকে, জন বার্লা ফের মনোজ টিগ্গার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “প্রার্থী সিলেকশন কমিটিতে আমি ছিলাম। মনোজ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি নাকি ঘর বানিয়েছি, আদিবাসীরা কি ঘর বানাতে পারে না? আদিবাসী মানুষ কান্নাকাটি করছে কারণ আমি টিকিট পাইনি। আগামী দিনে মানুষ যেদিকে বলবে আমি সেদিকে থাকব।”
উল্লেখ্য, এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাননি গতবারের জয়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আর তারপর থেকেই কানাঘুষো ছিল কী করবেন জন বার্লা? এরপর মঙ্গলবার বিকেলে তার অনুগামীদের সঙ্গে নিয়ে বৈঠক সারেন জন বার্লা। পাশাপাশি সেখানে মনোজ টিগ্গার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।