সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে রাজ্যের আরও ৬৫ হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার কার্ড দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর ফলে রাজ্যের ১ লক্ষ ৭০ হাজার পরিবার উপকৃত হবে। নবান্ন সূত্রের খবর, আগামী ১০ মার্চের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির পরিবারকেই দেওয়া হবে এই কার্ড।
প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় আমাদের রাজ্যে ৬ কোটি রেশন কার্ড আছে। এর মধ্যে রয়েছে, এএওয়াই অর্থাৎ অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা, এসপিএইচএইচ এবং আর পিএইচএইচ। এদের মধ্যে এএওয়াই রেশন কার্ড পরিবার ভিত্তিক। অর্থাৎ পরিবারের জন্য একটাই কার্ড। আর্থিকভাবে অত্যন্ত দুর্বল পরিবারের জন্য এই প্রকল্পে চাল গম মিলিয়ে মাসে ৩৫ কেজি দেওয়া হয় বিনামূল্যে। এছাড়াও মাঝেমধ্যে চিনি ও অন্যান্য রেশন সামগ্রী বিনা পয়সায় দেওয়া হয় এই প্রকল্পের উপভোক্তাদের।
জানা গেছে, রাজ্যের ৬৫ লক্ষ পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের পরিষেবা পেয়ে থাকেন। এবার আরও ৬৫ লক্ষ পরিবারকে এই অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার অধীনে আনতে চলেছে মমতা সরকার। সোশিও ইকনমিক কাস্ট সেনশাসের রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত দফতর এক দশক আগেই একটি তালিকা তৈরি করেছিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই তালিকা যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে।