তৃণমূলের জনগর্জন সভার প্রচারে পশ্চিম বর্ধমানে এলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন, শত্রঘ্ন সিনহার আহ্বানে তিনি প্রচারে এসেছেন। তবে লোকসভা ভোটে আগে তাঁর এই দুর্গাপুর আসায়, অনেকেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ভোটে প্রার্থী করতে পারে তৃণমূল।
কীর্তি নিজেও এনিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, ‘শত্রুঘ্ন সিনহা আহ্বান জানিয়েছেন। জনগর্জন সভার সমর্থনে প্রচার করতে এসেছি। আগামী ১০ তারিখ সভা আছে। প্রার্থী হব কিনা সেটা দল ও স্থানীয় জনতা ঠিক করবেন। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতো কাজ করব।’
কীর্তি এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী সরকারের সালোচনা করে বলেন, ‘অটলজির সময়ের বিজেপির সঙ্গে বর্তমান বিজেপির অনেক পার্থক্য রয়েছে।
অটলজি সবাইকে সঙ্গে নিয়ে চলতেন। তিনি কাজ করতেন। কিন্তু এখন নরেন্দ্র মোদী কাজের বদলে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। দেশে কোনও বাসিন্দার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা পড়েনি। বছরে ২ কোটি বেকারের চাকরি হয়নি।’
তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও সামলোচনা করে বলেন, ‘গ্যাসের দাম যখন ৪০০ টাকা ছিল সেই সময়ে স্মৃতি ইরানি গ্যাসের দাম বেড়েছে বলে চিৎকার করেছিলেন। আজ তিনি কোথায়? কেন আন্দোলন করছেন না।’