গত মাসে সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে পুলিশি বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা। অভিযোগ, সেদিন পুলিশের সঙ্গে বচসার সময়ে ইনটালিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে চেয়ে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে ধর্নায় শিখ সম্প্রদায়ের মহিলারা।
গত ২০ ফেব্রুয়ারি থেকে শুভেন্দুদের বিরুদ্ধে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন শিখ সম্প্রদায়ের মহিলারা। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি, তাঁদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পথ থেকে সরানোর দাবি তুলেছেন তাঁরা। গত সপ্তাহে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর খলিস্তানি মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরে একটি চিঠি পাঠান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী যখন বুধবার কলকাতায় আসছেন, তখন তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। গত সপ্তাহের সেই চিঠির পর প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত মুরলীধর সেন লেনে বিজেপি সদর দফতরের বাইরে ধর্নায় বসলেন শিখ সম্প্রদায়ের মহিলারা।