ফি বছরই বর্ষার সময় জলাজীর্ণ অবস্থায় থাকতে হয়। আর তাই দীর্ঘদিন ধরেই বাসিন্দারা এই দাবি জানিয়ে আসছিলেন, যে এলাকায় নিকাশি ব্যবস্থার সংস্কার করা হোক। সেই দাবি মেনেই এবার পুরাতন মালদা ব্লকের মহিসবাথানি অঞ্চলের রাহুত গাও এলাকায় জেলা পরিষদের উদ্যোগে ১৫ ফিন্যান্স তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় নিকাশি ব্যবস্থার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস হল।
জানা গিয়েছে, এতদিন বিভিন্ন রকমের রোগ পোকামাকড় ও ঘরের ভিতরে জল ঢোকার আতঙ্কে থাকতেন এলাকার বাসিন্দারা। তাঁদের চাইছিলেন, নিকাশি ব্যবস্থার যাতে সুরাহা হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই নিকাশি ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় জেলা পরিষদের তরফে। তারই অঙ্গ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় নারকেল ফাটিয়ে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি মহিষবাথানী অঞ্চলের প্রাক্তন উপপ্রধান সারাফত আলী তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী সহ আরো অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা জানান সংশ্লিষ্ট এলাকার মানুষজন এদের দাবি ছিল যাতে এখানে নিকাশ ব্যবস্থা হয় এবং সেই দাবি মেনে আজকে আমরা এই কাজের সূচনা করলাম। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি বলেন, এখানকার প্রায় ২০০০ ভোটার রয়েছে এবং এই নিকাশি ব্যবস্থা হওয়াতে তাদের সমস্যা দূরীকরণ হবে।