কেটে গিয়েছে দীর্ঘ ২২ বছর। তবুও রক্তক্ষয়ী গুজরাত দাঙ্গার ভয়াবহতা এখনও স্তিমিত হয়নি দেশবাসীর স্মৃতি থেকে। দিনটি ছিল ২০০২ -এর ১৩ই ফেব্রুয়ারি। গুজরাত তখন দাঙ্গার আগুনে জ্বলছে। আমদাবাদের এক হাউসিং কমপ্লেক্সের বাসিন্দাদের সিংহভাগ ছিলেন মুসলিম। দাঙ্গাবাজরা সেখানে হামলা চালিয়ে ৬৯ জনকে কুপিয়ে, গুলি করে হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন ইকবাল মানসুরিদের পরিবারের ১৯ জন। বাবা, মা, ভাই বোন, স্ত্রী সন্তান, সবাইকেই হত্যা করে দাঙ্গাবাজরা। ২২টি বাংলো, ছয়টি ব্লক। ২২ বছরমহল একটি বাদে সবগুলিই ফাঁকা পড়ে আছে। বাকিরা কেউ ফিরে না এলেও পরিবারকে নিয়ে থেকে গিয়েছেন ইকবাল মানসুরি। তাঁরই একমাত্র কন্যার বিয়ে উপলক্ষে হলদি রসম অনুষ্ঠানে ২২ বছর আগে ছেড়ে যাওয়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করেছিলেন। এসেছিলেন অনেকেই।
আর, ২২ বছর পর সোসাইটির বাসিন্দারা একত্রে মিলিত হলেন। ওই আবাসনেরই বাসিন্দা ছিলেন প্রাক্তন কংগ্রেস এমপি এহসান জাফরি। তাঁকে জীবন্ত পুড়িয়ে মারে হামলাবাজেরা। সেই ঘটনা নিয়ে মামলা এখনও বিচারাধীন। ইকবাল মানসুরির মেয়ের হলদি রসম অনুষ্ঠানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের কিছু পরিবার যোগ দিয়েছিলেন। বাকিরা বিয়ের দিন আসবেন, কথা দিয়েছেন। তবে কেউ আর ওই আবাসনে ফিরতে চান না। গুলবার্গ সোসাইটির বাকি আবাসিকেরা আবাসনে আর ফেরেননি। আশপাশেই কেউ বাড়ি করেছেন অনেকে।