২০২০ সালের দেশ জোড়া কৃষক আন্দোলনের কথা এখনও ভোলেনি দেশবাসী। যার সামনে রীতিমতো মাথা নত করতে হয়েছিল মোদী সরকারকে। লোকসভা নির্বাচনের মুখে সেই স্মৃতি উসকে ফের আন্দোলনে নেমেছেন ‘অন্নদাতা’রা। কয়েক দিনের বিরতির পর বুধবার ফের কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ফের শুরু হচ্ছে। এই দফায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যের কৃষকদের আন্দোলনে শামিল হওয়ার কথা। আন্দোলনরত কৃষকদের দুই সংগঠন কিসান মোর্চা এবং সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক)-এর নেতারা ঘোষণা করেছেন, বুধবার তাঁরা রাজধানীর মাটি স্পর্শ করবেনই। কোনও বাধা মানবেন না।
প্রসঙ্গত, গতমাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনের মূল দাবি ফসলের ন্যায্য মূল্য। কৃষক সংগঠনগুলির দাবি, আইন করে ন্যুনতম ক্রম মূল নির্ধারণ করে দিতে হবে। এই ব্যাপারে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে। ১০ মার্চ কৃষক সংগঠনগুলি দেশব্যাপী রেল রোকো কর্মসূচি নিয়েছে। অন্যদিকে, দিল্লির চারপাশে পুলিশের প্রাচীর তৈরি করেছে লাগোয়া চার রাজ্য হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং রাজস্থান। এছাড়া দিল্লি পুলিশ তো আছেই। রাজধানীর মেট্রো রেলের গেটগুলিতেও ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। নিত্যযাত্রীদের ফাঁকে আন্দোলনকারীরা যাতে মেট্রোর প্ল্যাটফর্মে ঢুকে পড়তে না পারে সে দিতে সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশের। তবে সিংম্ভি এবং টিকরি সীমান্তেই প্রহরার বেশি। পর পর লোহার ব্যারিকেড বসানো হয়েছে কৃষকদের আটকাতে।
