ইতিমধ্যেই ভোটের দামামা বাজিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করে দেবে নির্বাচন কমিশন। তার আগে রাজ্য সফরে বেরিয়ে সব দলকেই প্রচারের ব্যাপারে ‘ডু’স অ্যান্ড ডোন্ট’স’ স্মরণ করিয়ে দিচ্ছে তারা। ডোন্ট’স-এর তালিকায় এবার সেনা সংক্রান্ত বিষয়ের উল্লেখ চান প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্তা কমোডর লোকেশ বাত্রা।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে লেখা চিঠিতে তিনি বলেছেন, প্রচারের আদর্শ আচরণ বিধিতে কমিশন উল্লেখ করে দিক যে কোনও দল, নেতা এবং প্রার্থী যেন সেনা সংক্রান্ত বিষয়ের উল্লেখ না করেন। বাত্রার বক্তব্য, ভোটের মঞ্চে সেনার সাফল্য কীর্তনেও নিষেধাজ্ঞা জারি করা দরকার। সেনা বাহিনীকে রাজনীতিতে ব্যবহার আটকাতে এই নিষেধাজ্ঞা জরুরি।