আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা ডেকেছে তৃণমূল। আর সেই সভার প্রস্তুতি হিসাবে জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার ও সভা। তাতে যোগ দিতে জেলায় জেলায় ঘুরছেন শীর্ষ নেতারা। সোমবার যেমন সিউড়িতে জনসভা করতে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
আর সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, ‘কেষ্টর সাংগঠনিক শক্তি ছিল অফুরন্ত। আমি তাঁকে আরও বেশি ভাল চিনি, কারণ আমি তাঁকে ভালবাসি। দেখবেন সেই ভালবাসায় আমি যেন ভেঙে না পড়ি, তাই তাঁর কথা বলে নিলাম।’ দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, আগামী ভারতবর্ষকে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ‘জনগর্জন’-এর আওয়াজ বাংলা ছাড়িয়ে দিল্লি পৌঁছে দিতে হবে। তাঁর দাবি, ‘আগামী ভারতবর্ষে দেশ পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বদলে ৩৬৫ দিনের কাজকে আইন করে স্বীকৃতি দেবেন।’