এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, হাতে আর আর মাত্র ২ দিন। এমতাবস্থায় নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ৩০শে জুন পর্যন্ত সময়সামী বাড়ানোর আর্জি জানিয়েছে এসবিআই। লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের মতে, নির্বাচনী বন্ড অংসাবিধানিক।
উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ককে ৬ই মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের তথ্যভান্ডার থেকে যাঁরা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে, তাঁদের প্রত্যেকে তথ্য বের করা এবং তাঁদের থেকে সেই তথ্য যাচাই করার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। মামলাকারীর আরও বক্তব্য, নিয়মমাফিক নির্বাচনী বন্ডে অর্থ প্রদানকারীর নাম গোপন রাখা হয়। ফলে এখন কে কত টাকা দিয়েছে, তা এত কম সময়ের খুঁজে বের কার্যত অসম্ভব। এখন পরিস্থিতি কোন অভিমুখে এগোয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
