বাংলাকে বঞ্চিত করে মোদী সরকার হাত তুলে নেওয়ায় রাজ্যের জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। সেই কথা রেখেছেন মমতা। আর তার সৌজন্যে এবার বাঁকুড়া জেলার কুচিয়াকোলে দুই অনাথ ভাই-বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকল। এই জবকার্ড হোল্ডার দুই নাবালকের বাবা-মা জীবিত অবস্থায় ১০০ দিনের কাজের টাকা পাননি।
জানা গিয়েছে, দিনমজুরির কাজে হাড়ভাঙা খাটুনির পর টাকার অভাবে খাবার জুটত না এই পরিবারের। ফলস্বরূপ পুষ্টির অভাবে ওই দুই নাবালকের মায়ের বুকে মারণ রোগ হয়। দু’মাস আগেই মৃত্যু হয়েছে তাঁর। বাবার মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। মায়ের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি। এবার সেই টাকাই দুই নাবালকের হাতে তুলে দিল রাজ্য। স্থানীয় বিডিও, ব্লক সভাপতি সকলেই অনাথ রিয়া ও তাঁর ভাইকে সবরকমভাবে সাহায্য করে চলেছেন। রিয়া বলেন, এক মাকে হারিয়ে আরেক মা মমতাকে পেয়েছি। এই টাকায় বেশ কিছুদিন সংসার চলবে।
