বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালক্রমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি। এদের মধ্যে অন্যতম হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। সোমবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে কয়েক হাজার মহিলাকে মিছিল করতে দেখা গেল বনগাঁয়। কোনও মহিলা টাকা রাখার মাটির ভাঁড় নিয়েছেন মাথায়, আবার কেউ তা নিয়েছেন হাতে। তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, শ্রমিক সংগঠনের বনগাঁর সভাপতি নারায়ণ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই মার্চ ব্রিগেড ময়দানে জনগর্জনের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা সফল করতে জেলার প্রতিটি বিধানসভা ভিত্তিক কর্মিসভা করছেন তৃণমূল নেতৃত্ব। এই জেলা থেকে প্রায় ৭ লক্ষ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূলের জেলা কোর কমিটি। সেই অনুযায়ী সোমবার বনগাঁ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বনগাঁ বিধানসভা এলাকায় মিছিল হয়। এ দিন বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু হয়ে বনগাঁ স্টেশন পর্যন্ত গিয়েছে। এ দিনের মিছিলে উল্লেখযোগ্য ভাবে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সূত্র জানাচ্ছে, এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিছিলে সামিল হন বলে প্রায় ৮ হাজার মহিলা।
