মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের বাড়িতে যেন বিদ্যুৎ পৌঁছে যায়। তাঁরা যেন অন্ধকারে না থাকেন। আর তাই এ নিয়ে বরাবরই সচেষ্ট রাজ্যের বিদ্যুৎ দফতর। এবার যেমন রাস্তার আলোয় পড়াশোনা করা ১০ বছরের শিশুর বাড়তে ৩ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পৌঁছে দিল তারা!
বাড়িতে বিদ্যুৎ নেই। মা মুখ বধির। নবদ্বীপের এরকম এক পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা ঘোষের(১০) পড়াশোনার জন্য ভরসা ছিল রাস্তার আলো। রোজই প্রিয়াঙ্কা পড়তে বসে রাস্তার আলোয়। হীরালাল পাল রোডের একটি বাড়িতে এমন এক পরিস্থিতির কথা রবিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। আর সেই খবর পেয়েই ৩ ঘণ্টার মধ্যে প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী। তারপরই ওই শিশুর বাড়িতে ছুটে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। তড়িঘড়ি বিদ্যুতের সংযোগ দিয়ে বসিয়ে দেন মিটার।