মধ্যপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্ব ও সরকারি চাকরিতে শূন্যপদ নিয়ে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। আর এই আবহেই কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের কর্মীরাও আরও বেশি নিয়োগ ও পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন।
প্রসঙ্গত, রাহুল বেকারত্বকেই দেশের প্রধান সমস্যা বলে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৯ লক্ষ ৬৮ হাজার খালি পদ নিয়ে সরব হয়েছেন। ঠিক একই সময়ে দিল্লিতে নর্থ ব্লকের সামনে কেন্দ্রীয় সচিবালয়ের কর্মীরা শান্তি মিছিল করেছেন। তার পরে প্রধানমন্ত্রী দফতরের অধীন কেন্দ্রীয় কর্মিবর্গ সচিবের কাছে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন, কাজের চাপের সঙ্গে সঙ্গতি রেখে আরও নিয়োগ ও পদোন্নতির দাবিতে তাঁরা আগামী সপ্তাহে আরও তিন বার শাস্ত্রী ভবন, নির্মাণ ভবন, নর্থ ব্লকে শান্তি মিছিল করবেন। তার পরেও সরকারের ঘুম না ভাঙলে অসহযোগ আন্দোলন
শুরু করবেন।
কেন্দ্রীয় সচিবালয়ের কর্মীদের ফোরামের দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর কর্মীর অভাবে ভুগছে। ২০২২-এ এই নিয়ে কমিটি তৈরি হলেও কোনও সুরাহা হয়নি। বিভিন্ন দফতর আড়াই হাজার অতিরিক্ত কর্মীর দাবি জানিয়েছে। এদিকে সরকারের বিভিন্ন প্রকল্প, কর্মসূচির ফলে কাজের চাপ বেড়েছে। পদোন্নতি ছাড়াই কর্মীরা অবসর নিচ্ছেন। অন্যদিকে, রাহুল বলেন, নরেন্দ্র মোদীর মনোভাবই রোজগারের সুযোগ না দেওয়া। নতুন পদ তৈরি তো দূরের কথা, কেন্দ্রীয় সরকারে কোটি কোটি খালি পদ পড়ে রয়েছে। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী ৭৮টি সরকারি বিভাগে ৯ লক্ষ ৬৮ হাজার পদ খালি।