রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি। পাশাপাশি তিনি একজন উল্লেখযোগ্য নাট্যকার, চলচ্চিত্রপরিচালক ও অভিনেতাও। এর বাইরেও আরও এক পরিচিতি আছে ব্রাত্য বসুর। আদ্যন্ত ফুটবলপ্রেমী তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক। তবে মোহনবাগানের প্রতিও তাঁর আগ্রহ কম নয়। অতীতে মোহনবাগান মাঠে গিয়ে খেলাও দেখেছেন, যদিও ক্লাব তাঁবুর ভিতরে যাননি। শুক্রবার তিনি ঢুকলেন সবুজ-মেরুন তাঁবুর অন্দরমহলে। জানা গিয়েছে, মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ তাঁকে ক্লাব ক্যান্টিনের স্টু চেখে দেখার অনুরোধ করেন। সেই অনুরোধ সাদরে গ্রহণ করে কুণালের সঙ্গে ক্লাব তাঁবুতে যান ব্রাত্য। এদিন ক্লাব তাঁবু ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। ক্লাবের ট্রফি ক্যাবিনেট দেখেন, দেখেন অমর একাদশের ছবি ও স্ট্যাচুও। ইতিহাস গড়া টিমের ব্যক্তিত্বদের সম্পর্কে নেন খোঁজখবর।
এদিন তাঁবুর ভিতরে মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলারদের ছবি দেখে ক্লাব সচিব দেবাশিস দত্তের সঙ্গে আলাপচারিতায় উঠে এল ক্লাবেরই পুরানো দিনের কথা। প্রয়াত অমল দত্ত, অরুণ ঘোষ, পি কে বন্দ্যোপাধ্যায়দের কথা শোনা যায় ব্রাত্য বসুর মুখে। উল্লেখ্য, কলকাতা ফুটবলের ফেলে আসা অতীতের খুঁটিনাটি তাঁর ঠোঁটস্থ। তিনি যখন ক্লাবের মাঠ ঘুরে দেখছিলেন, সেই সময়ে সেখানে হকি খেলা চলছিল। ক্লাবের পরিকাঠামোগত যে পরিবর্তন এসেছে, সে ব্যাপারে মন্ত্রীকে জানানো হয়। ক্লাব তাঁবুতে টাঙানো মোহনবাগান সভাপতি এবং সচিবদের দীর্ঘ তালিকা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তিনি। খেলেন ক্লাব ক্যান্টিনের বিখ্যাত পাঁউরুটি ও স্টু।