চলতি বুন্দেশলিগা মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার লেভারকুসেন। নতুন নজির গড়ল তারা। ভেঙে দিল বায়ার্ন মিউনিখের রেকর্ড। আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল বায়ার্নের দখলে। লেভারকুসেন টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকে টপকে গেল তাদের। গত সপ্তাহেই বায়ার্নকে ছুঁয়ে ফেলেছিল জাবি আলোন্সোর লেভারকুসেন। মাইঞ্জকে ১-২ গোলে হারিয়ে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে কোনও জার্মান ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনেরই দখলে। চলতি মরশুমে ৩৩টি ম্যাচের মধ্যে ২৯টিতে জিতেছে অ্যালোন্সোর দল। বাকি চারটিতে ড্র করেছে তারা।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মরশুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখের থেকে এই মুহূর্তে ১১ পয়েন্ট এগিয়ে লেভারকুসেন। অবনমন থেকে লেভারকুসেনকে বাঁচিয়ে এখন লেভারকুসেনকে চ্যাম্পিয়ন করার রাস্তায় নিয়ে যাচ্ছেন কোচ জাবি অ্যালোন্সো। তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল নতুন মরশুমের জন্য কোচ খুঁজছে। আগামী মরসুমে নতুন ক্লাবই কি ঠিকানা হবে অ্যালোন্সোর? শুরু হয়েছে গুঞ্জন। অ্যালোন্সো অবশ্য বলছেন, তিনি বুন্দেশলিগাতেই থাকবেন। এদিন মাইঞ্জের বিরুদ্ধে লেভারকুসেন ৩ মিনিটে গোল করে এগিয়ে যায়। সাত মিনিটেই সমতা ফেরায় মাইঞ্জ। ৬৮ মিনিটে লেভারকুসেনের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্ড্রিচ।