গত বছরের মে মাস থেকে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই দাবি করুক না কেন সেখানে শান্তি ফিরেছে, বাস্তব বলছে এখনও অগ্নিগর্ভ মণিপুর। এবার সেখানের এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরণে প্রাণ গেল এক পড়ুয়ার। আহত আরও এক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই বিস্ফোরণের নেপথ্যে কারা আছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রাতের অন্ধকারে কেউ বা কারা বিস্ফোরক রেখে গিয়েছিল। সেই বিস্ফোরক ফেটেই এমন কাণ্ড ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ইম্ফলের পশ্চিমে ধানমঞ্জুরি (ডিএম) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস্ ইউনিয়নের (এএমএসইউ) কার্যালয়ের সামনেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা এসে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। অপর জনের চিকিৎসা চলছে। মৃত যুবকের নাম ওইনম কেনেগি (২৪)। পুলিশের একটি বিশেষ দল বিস্ফোরণস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কারও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।