এবার পথশ্রী ৩ প্রকল্প চালু করল রাজ্য সরকার। উল্লেখ্য, প্রায় ৪০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পে। ১২ হাজার কিমি এলাকাজুড়ে প্রয়োগ করা হবে এই প্রকল্প। এদিকে লোকসভা ভোটের আগে এই প্রকল্প সর্বত্র কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাস ফেব্রুয়ারির মধ্যে এই কাজের বরাত দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে প্রায় ৩৫০০ কোটি ব্যয় হতে পারে। এরপর ধাপে ধাপে পথশ্রী ৩ প্রকল্পে টাকা খরচ করা হবে। মূলত গ্রামীণ এলাকার রাস্তার উন্নতিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।