প্রকল্পের বকেয়া টাকা না মিটিয়ে আগেই একশো দিনের শ্রমিকদের সমস্যা বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের তৃণমূল সরকার যখন তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে, তখন সেই কর্মসূচিতেও বাধার সৃষ্টি করে চলেছে বিজেপি।১০০ দিনের কাজের সহায়তা শিবিরগুলিতে হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়। সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের যুক্ত হওয়া থেকে বাধা দেওয়ার অপচেষ্টাও করছে বিজেপির গুন্ডাবাহিনী। কিন্তু গুন্ডা দিয়ে যে তারা উন্নয়ন রুখতে পারবে না, এবার সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়নের ডাকে খেজুরি ২ ব্লকের নোনাপাতায় বৃহস্পতিবারের সভায় মৎস্যজীবীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবারের কর্মিশিবিরে এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঋতব্রত। এর পাশাপাশি, বিজেপির অনুন্নয়নের প্রসঙ্গ তুলে এক গুচ্ছ প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রের মোদী সরকার মৎস্যজীবীদের জন্য এমন কোনও প্রকল্প নিতে পারছে না কেন? সন্ত্রাস না করে তারা উন্নয়নের চিন্তা করতে পারছে না কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়ন দেখে তারা ভয় পেয়েছে।