বুধবার সকাল থেকেই পাঞ্জাব-হরিয়ানা সীমানায় শুরু হয়েছিল কৃষক-পুলিশ ধুন্ধুমার। তার মধ্যেই খনৌরিতে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আহত হন ২৪ বছরের শুভ করণ সিং। দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই কৃষকের। আর তা ঘিরে আরও ঘনীভূত হয়েছে কৃষকদের বিক্ষোভ। আন্দোলনকারী কৃষক মৃত্যুর প্রতিবাদে আজ, শুক্রবার সারা দেশে ‘কালা দিবস’ পালন করছেন কৃষকরা। এদিনের কর্মসূচিতে কিষান মোর্চার সঙ্গে শামিল হয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও।
এদিকে, দেশজুড়ে মোদী বিরোধী আন্দোলন আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। সেইমতো ‘হিউম্যান চেইন’-এর আদলে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ট্রাক্টর-বন্ধন করবে কৃষকরা। দিল্লি অভিমুখী দেশের সমস্ত হাইওয়ে জুড়ে হবে সেই কর্মসূচি। ট্রাক্টর-প্রদর্শনের মাধ্যমে মিছিলের পরিকল্পনাও করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি আগামী ১৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মোদী বিরোধিতায় মেগা কিষান সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মোদী বিরোধী আন্দোলন কর্মসূচি স্থির করতে বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। বৈঠক শেষে চণ্ডীগড়ে এক সাংবাদিক বৈঠকে মোর্চা নেতৃত্ব জানিয়েছে, পুলিশের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে যে তরুণ কৃষক নিহত হয়েছেন, তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে হবে। শুধু তাই নয়। বুধবারের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের পদত্যাগ দাবি করেছে কিষান মোর্চা।