প্রথমে দুটি আসন ছাড়তে রাজি থাকলেও অধীর চৌধুরী-সহ প্রদেশ নেতৃত্বের বেশি সংখ্যক আসনের দাবি তুলতেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে কংগ্রেসকে একটি আসনও ছাড়বেন না তিনি। কিন্তু উত্তরপ্রদেশে এসপি এবং দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর কংগ্রেস জানালো, বাংলায় আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে এখনও আলোচনা চলছে। দু’টির বেশি আসন পাওয়ার জন্য দর কষাকষি করছে তারা।
রাজনৈতিক সূত্রে খবর, আয়ামে অন্তত একটি এবং মেঘালয়ের তুরা আসনে কংগ্রেসের সমর্থন পেতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত রাহুল গান্ধীর দল তাতে ইতিবাচক সঙ্কেত দেয়নি। কিন্তু বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দু’টির বেশি— চার থেকে পাঁচটি আসন ছাড়েন, তা হলে উত্তর-পূর্বাঞ্চলে দু’টি আসনে তৃণমূলের পাশে থাকার কথা ভাবতে পারে কংগ্রেস। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এখনও এ বিষয়ে ধোঁয়াশা রাখছেন।
তৃণমূল সূত্রের খবর, গত দু’দিন আসাম এবং মেঘালয়ে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তুরা লোকসভা কেন্দ্রে তৃণমূলের ২৮% ভোট রয়েছে। অন্যদিকে, কংগ্রেসের ৯%, বিজেপির ১৩% এবং শাসক দল এনপিপি-র ৪০% ভোট আছে। তৃণমূল মনে করছে, তুরায় জিততে কংগ্রেসের সমর্থন প্রয়োজন। আসামে তিন থেকে চারটি আসনে লড়ার প্রস্তুতি নিলেও অন্তত একটি আসনে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া চাইছে তৃণমূল। তবে এর বদলে হাত শিবিরকে বাংলায় দুটির বেশি আসন দিতে নারাজ তারা।