আদিবাসী সংগঠনের উন্নয়নের জন্য এবার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, নবান্ন সভাঘরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার, কুর্মী, লোধা, বাগদী-সহ বিভিন্ন জনজাতি সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কুড়মি সংগঠনের নেতারাও ছিলেন বৈঠকে। এই বৈঠকে জনজাতিদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এই বৈঠকে আদিবাসী সংগঠনের উন্নয়নের জন্য নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লোধা শবর ও জনজাতি সম্প্রদায়ের জন্য যথাক্রমে ২ কোটি ও ৫ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী সকলের দাবিদাওয়া শোনেন। তিনি জানান, সরকার পাশে আছে। জনজাতি শংসাপত্র পেতেও কোনও সমস্যা হবে না।
তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত মানুষের কোথায় কী সমস্যা হচ্ছে, তা নিয়ে আগেও বহুবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, তফশিলি জাতি ও উপজাতি দফতরের কাছে অখুশি মুখ্যমন্ত্রী। এক অংশের অফিসারদের কাজ নিয়ে তিনি বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু অফিসারের অসহযোগিতার জন্য সরকারকে কেন কথা শুনতে হবে? এসব বরদাস্ত করা হবে না’।