ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটল বাংলার আরও এক ফাস্ট বোলারের। আজ, শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে আকাশ দীপের হাতে ক্যাপ তুলে দেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। যশপ্রীত বুমরার পরিবর্তে দলে সুযোগ পেলেন আকাশ। আর অভিষেকেই নজর কাড়লেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এখনও পর্যন্ত ৩ উইকেট খুইয়েছে ইংল্যান্ড (ডাকেট, পোপ, ক্রলি)। আর এই ৩টি উইকেটই গিয়েছে আকাশের ঝুলিতে। এদিন তাঁর আগুনে পেস সামলাতে রীতিমতো হিমশিম খেলেন ইংরেজ ব্যাটাররা। চতুর্থ টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়ার পরেই শোনা যাচ্ছিল, তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে বাংলার পেসারকে।
প্রসঙ্গত, রাঁচির পিচে আকাশের বোলিংয়ের মোকাবিলা করা বেশ কঠিন হতে পারে ব্যাটারদের পক্ষে, সেই কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তবে অধিনায়ক রোহিত শর্মা দলে আর কোনও পরিবর্তন করেননি। এদিন আকাশকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন হেড কোচ দ্রাবিড়। অভিষেকের পরেই মাঠের ধারে ছুটে আসেন আকাশ। প্রণাম করেন মাকে। পরিবারের সকলেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান বাংলার পেসারকে। সিরিজের প্রথম ম্যাচে জিতলেও এখনও পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। সিরিজে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হবে স্টোকসবাহিনীকে। মরণবাঁচন ম্যাচে নামার আগে দলে দুটি পরিবর্তন করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বাদ পড়েছেন পেসার মার্ক উড। তাঁর বদলে এসেছেন অলি রবিনসন। অন্যদিকে স্পিনার রেহান আহমেদের পাক বংশোদ্ভূত শোয়েব বশিরকে দলে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে ইংল্যান্ড।