লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক পারদ দিনদিন চড়ছে। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন রাজ্যে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। কোথাও কোথাও দল অথবা জোট ভাঙিয়ে নিজেদের সরকার গঠন করতেও পিছপা হচ্ছে না গেরুয়া শিবির।
মোদী-শাহ জুটির আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিরোধীরা একজোট হওয়ায় পর্যবেক্ষক মহলের ধারণা ভয় পেয়েছে বিজেপি। আর সেকথাই বৃহস্পতিবার প্রকারান্তরে বুঝিয়ে দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার। এদিন তিনি বলেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান মারাঠা রাজ্যে এসে মুখ থুবড়ে পড়বে। ইন্ডিয়া জোট এবং মহা বিকাশ আঘাড়ি বিজেপির প্রচার-মন্ত্রকে ব্যর্থ করে দেবে।
দেশের বর্ষীয়ান এই নেতার দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটে জিততে পারবে না বিজেপি। ওদের ভিতরে সেই আত্মবিশ্বাস নেই। তাই ওরা ভয় পেয়ে বিভিন্ন রাজ্যে দল ভাঙানোর খেলায় নেমেছে। জোট ভাঙিয়ে সরকার দখল করছে।
কোলাপুরে সাংবাদিকদের সামনে বহুবারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ‘কিংমেকার’ পাওয়ার বলেন, এবারে আর মোদী হ্যায় তো মুমকিন হ্যায় স্লোগানকে সত্য করা মুশকিল। দেশের বিভিন্ন ঘটনাবলিতেই মানুষ মোদীর মুখকে আর মেনে নিতে পারছেন না। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক পাওয়ার বুঝিয়ে দেন মোদী এবং তাঁর দলও সেটা টের পাচ্ছে দেশবাসীর আচরণে।
পাওয়ার বলেন, এবারের লোকসভা নির্বাচনে জেতার ব্যাপারে ওরা পুরোপুরি আত্মবিশ্বাসী নয়। বিরোধীদের ঐক্য দেখে ওদের বিশ্বাসে চিড় ধরছে। তাই ওরা পূর্ণ শক্তিতে বিভিন্ন দলকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীতীশ কুমারের নাম না করে বলেন, গুরুত্বপূর্ণ নেতাদের কোলে টেনে নিচ্ছে।