অবশেষে আগামী ৩ মার্চ বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম যৌথ জনসভা হতে চলেছে। পাটনায় এই সভা হবে।
নীতীশ কুমার এই জোটে থাকার সময় পাটনায় সভা করার সিদ্ধান্তে সায় দিয়েছিলেন। এখন তিনি ইন্ডিয়া বিরোধী শিবিরে। জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী শিবির বদলের পর এই প্রথম বিরোধী জোট পাটনায় এক মঞ্চে মিলিত হতে চলেছে।
তবে যৌথ জনসভা বলা হলেও পাটনায় কংগ্রেস ও বাম নেতারা জানিয়েছেন, ওই দিন রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে থাকবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, তাঁর পুত্র তেজস্বী এবং তিন বাম নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা ও দীপংকর ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিনদের হাজির থাকা বা না থাকার প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাঁরা।
তবে, ৩ মার্চের সভা থেকে নীতীশকে আক্রমণের পাশাপাশি বিরোধী শিবির যে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে তা স্পষ্ট। জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে পাটনার ‘ব্রিগেড প্যারেড গ্রাউন্ড’ গান্ধী ময়দানকে।