সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে পুলিশি বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা। অভিযোগ, সেই সময় ইনটালিজেন্স ব্রাঞ্চে স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন তাঁরা। আর তারপরই আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ কটাক্ষের নিন্দায় সরব গোটা দেশ। এবার বিজেপির ‘বিভেদমূলক’ রাজনীতির প্রতিবাদে সরব রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘যাঁরা বিভেদের বিষে অন্ধ হয়ে গিয়েছেন তাঁরা সেনা, কৃষক কাউকে দেখতে পায় না। খাঁকি উর্দির প্রতি তাঁদের কোনও সম্মান নেই।’
প্রসঙ্গত, সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের। পরে অবশ্য কলকাতা হাই কোর্টের অনুমতিতে সন্দেশখালি ঢোকেন শুভেন্দু এবং শংকর। তবে ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসার সময় ইনটালিজেন্স ব্রাঞ্চে স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। অভিযোগের আঙুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক অগ্নিমিত্রা পলের দিকে। এই কটাক্ষের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। এ নিয়ে এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি যে ঘৃণার বীজ বুনেছিল তা গোটা দেশে ছড়িয়েছে পড়েছে। যাঁরা বিভেদের বিষে অন্ধ হয়ে গিয়েছেন তাঁরা সেনা, কৃষক কাউকে দেখতে পায় না। খাঁকি উর্দির প্রতি তাঁদের কোনও সম্মান নেই।’ তাঁর সংযোজন, ‘গোটা দেশ আইপিএস জশপ্রীত সিংয়ের সঙ্গে রয়েছে।’