সুখরব লাল-হলুদ সমর্থকদের জন্য। দলের সঙ্গে যোগ দিলেন নতুন বিদেশি আলেকজান্ডার পান্টিচ। জামশেদপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধেই পরের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদ ম্যাচে জেতার পর এই ম্যাচও ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন হোসে পারদো। তাঁর জায়গাতেই পান্টিচকে নিয়েছে ইস্টবেঙ্গল। মাঝে মঙ্গল এবং বুধবার রয়েছে। ফলে পান্টিচের কাছে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার এবং অনুশীলন করার সুযোগ রয়েছে। তিনি ম্যাচ ফিট কি না, তা বোঝা যাবে অনুশীলনেই। তার পরেই কোচ কার্লেস কুয়াদ্রাত ঠিক করবেন, জামশেদপুর ম্যাচে পান্টিচকে পাওয়া যাবে কি না।
উল্লেখ্য, নর্থইস্ট ম্যাচের আগে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ফেলিসিয়ো ব্রাউন। তাঁকে সেই ম্যাচেই খেলিয়ে দেন কুয়াদ্রাত। ব্রাউন গোল করলেও ইস্টবেঙ্গল হারে। জামশেদপুর ধারে-ভারে ইস্টবেঙ্গলের কাছে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এক সময় ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে যাওয়া খালিদ জামিল সেই দলের কোচ। জামিলের অধীনে জামশেদপুর ঘুরে দাঁড়িয়েছে। আগের ম্যাচেই তারা চার গোল দিয়েছে পাঞ্জাবকে। সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরেছিলেন জামিল। তিনি যে বদলা নিতে মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য। এখন পান্টিচের উপস্থিতিতে ইস্টবেঙ্গলের জয় আসে কি না, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।