সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। কিন্তু এবার মহারাষ্ট্র বিধানসভায় পাশ হল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল। যার ফলে রাজ্যে সংরক্ষণের হার বেড়ে দাঁড়াল ৬২ শতাংশ। প্রসঙ্গত, এদিন একনাথ শিণ্ডে সরকারের আনা বিলে সমর্থন জানায় বিরোধীরাও। যার ফলে সর্বসম্মতিক্রমে পাশ হয় ঐতিহাসিক ওই বিল। এবার রাজ্যপাল সই করলেই বিলটি আইনে পরিণত হবে।
মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন মূলনিবাসী মারাঠার। মহারাষ্ট্র স্টেট সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডস বিল ২০২৪-এ বলা হয়েছে, আগামী ১০ বছর বাদে এই সংরক্ষণের পরিমাণ খতিয়ে দেখা হবে। মারাঠা রাজ্য ওবিসি কমিশনের রিপোর্টের পরই এই বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মহারাষ্ট্র সরকারের। উল্লেখ্য, এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল। নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬২ শতাংশে। অথচ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল।