ফের ভারতীয় ফুটবলের আঙিনায় উঁকি দিল গড়াপেটার কালো ছায়া। উল্লেখ্য, ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার অভিযোগের কথা আগেও শোনা গিয়েছে। অতিসম্প্রতিই দিল্লী ফুটবল লিগের একটি ম্যাচের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তা দেখার পরে নেটিজেনরা ম্যাচ গড়াপেটার অভিযোগই তুলছেন। ভিডিওগুলো ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। ম্যাচের ক্লিপ দেখে সোশাল মিডিয়ায় কেউ লিখলেন, ”ম্যাচ গড়াপেটার জঘন্যতম নিদর্শন।” কেউ আবার লিখেছেন, ”এতে কলঙ্কিত হল দেশের ফুটবলই।” ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে এক ফুটবলার নিজের গোলেই বল পাঠিয়ে দিচ্ছেন। গোলকিপার নিজের পজিশনেও নেই। তিনি নীরব দর্শকের ভূমিকায়। ফুটবলাররা যখন নিজেদের মধ্যে পাস খেলছিলেন, তখন বাধা দিতে দেখা যায়নি প্রতিপক্ষের কোনও ফুটবলারকেই।
পাশাপাশি, আরেকটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, নিজেদের পেনাল্টি বক্সের ভিতরে একাধিক ফুটবলার পাস খেলছেন। প্রতিপক্ষের দুজন ফুটবলার বল কেড়ে নেওয়ার চেষ্টাও করছেন। কিন্তু নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে এক ফুটবলার হঠাৎই নিজেদের গোলেই বল ঢুকিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়ার ঝড় ওঠে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ‘এখন খবর’। সরব হয়েছেন রঞ্জিৎ বাজাজ। “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দিল্লী ফুটবলে ব্যাপক ম্যাচ গড়াপেটা হয়। আমি বারংবার একথা বলে আসছি…দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত ফুটবল লিগ। রেফারি, দলের মালিক–সবাই এর সঙ্গে জড়িত। খেলোয়াড়রাও জানে। তবে কেউ এনিয়ে মাথা ঘামায় না। আমি একমাস আগে টুইট করেছিলাম ম্যাচ গড়াপেটা নিয়ে। কিন্তু কেউই আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি”, টুইটে লেখেন তিনি।