ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষে বিঁধল তৃণমূল। স্পষ্ট জানাল, সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্ট কার্ড সম্পূর্ণ একপেশে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন তথ্যে ভরা। এই রিপোর্ট আসলে বিজেপির কথারই প্রতিধ্বনি। সোমবার সন্দেশখালির রিপোর্ট নিয়ে রাজ্যপালকে এই ভাষাতেই তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত রাজ্যপালের। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশের শীর্ষে। রাজ্যপাল হিসেবে তাঁর এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা অপমানিত করে আমাদের বাংলাকে।”
অর্থাৎ, সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টের খসড়া নিশ্চিতভাবেই দিল্লীর বিজেপি অফিস থেকে এসেছে বলে মনে করে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে একটি ১০ পাতার রিপোর্টকার্ড প্রকাশ করেছেন। রাজভবনে রাজ্যপালের পিসহোম খোলার সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেছেন, “এটা আসলে হোটেল রাজভবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস।” সরকারি খরচে নিখরচায় থাকা ও খাওয়ার ব্যবস্থা কাদের জন্য, তাই নিয়েও প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।