গত শুক্রবার বিহার থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ, মঙ্গলবার মা সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলিতে ঢুকবে সেই যাত্রা। তবে তার আগেই সোমবার তাঁর আগের লোকসভা কেন্দ্র অমেঠিতে বিপুল সাড়া পেলেন সোনিয়া-পুত্র।
সেখানে রাহুলকে দেশের ‘নয়া যোদ্ধা’ আখ্যা দিয়ে জনতা দাবি তোলেন ফের অমেঠি থেকে প্রার্থী হন তিনি। প্রসঙ্গত, ২০০৪ থেকে টানা পনেরো বছর অমেঠির সাংসদ ছিলেন রাহুল। উনিশের লোকসভা নির্বাচনে রাহুল অমেঠিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তবে সোমবার কংগ্রেস নেতাদের বিস্মিত করেছে অমেঠির জনতার ‘রাহুল তুম বাপাস আও’ স্লোগান। কংগ্রেস নেতা হাসি মুখে পরিস্থিতি সামাল দিয়েছেন। ল