অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। ২০১৮ সালের ৪ অগস্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। এবার সেই মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করল। ফলে লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন তিনি।
প্রসঙ্গত, মামলাকারীর অভিযোগ ছিল, ‘রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একে বারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।’ উল্লেখ্য, এই মামলায় অতীতে রাহুলকে একাধিক বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।