একাধিকবার ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে তাঁকে। লিপস অ্যান্ড বাউন্ডস সহ শিক্ষা দুর্নীতি মামলায় জড়িয়েছে তাঁর নাম। ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করতেই বারবার তাঁকে কেন্দ্রীয় এজেন্সির সম্মুখীন হতে হয়। তবে এবার ‘রাজ্যে ১০ বার ইডি আসুক’ এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার চড়িয়ালে একটি সেতু উদ্বোধনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানেও অভিষেকের নিশানায় ছিল কেন্দ্রীয় সরকার। বক্তৃতায় উঠে আসে একশো দিনের বকেয়া প্রসঙ্গ। সেখানেই অভিষেক বলেন, ‘কথায় কথায় একটা করে সেন্ট্রাল এজেন্সি পাঠাচ্ছেন, কথায় কথায় রেড করছেন, রেড করো, আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের উপর আপনাদের রাগ থাকতেই পারে, কোনও অসুবিধা নেই।’
এরপরেই কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে অভিষেক বলেন, ‘এখানে রোজ ১০টা করে ইডি রেড করুন অসুবিধা নেই। কিন্তু মানুষের টাকা আটকে রাখলে চলবে না। মানুষের টাকা যদি আটকে রাখেন, আপনারা যে ভাষাতে বোঝেন, মানুষ আপনাদের সেই ভাষাতেই জবাব দেবে।’ ইতিমধ্যে কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে কলকাতায় টানা ধরনা আন্দোলন চালিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস।
এরপরেই অভিষেক বলেন, ‘আপনারা রাজ্যকে আর্থিক বঞ্চনা করবেন ঠিক করেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচকলা দেখিয়েছেন। আগামী দিনে তিনি এই রাজ্যের এত উন্নয়ন করবেন, যাতে একদিন দিল্লির নেতারা ঘটি-বাটি হাতে এ রাজ্যের কাছে ভিক্ষা চাইতে আসবেন।’ সোমবার বজবজ পুরসভার চড়িয়াল সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করেন অভিষেক। ওই এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু নির্মাণের ব্যাপার। আগামী দিনে এই সেতুর কারণে পার্শ্ববর্তী তিনটি পুরসভার মানুষ একযোগে উপকৃত হবে বলে জানান তিনি। পাশাপাশি, পাশেই মহেশতলা এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। সেই রাস্তাও কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে বলেও এদিন জানান অভিষেক।