লোকসভা নির্বাচন আসন্ন। এরই মধ্যে এবার দলের সাংসদ ও বিধায়কদের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবারই ভিডিয়ো কনফারেন্স করবেন অভিষেক। সাংসদ, বিধায়ক ছাড়াও সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ব্লক সভাপতিদেরও।
রাজনৈতিক মহলের মতে, নতুন কোনও কর্মসূচির ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকে। মার্চ মাসের মাঝামাঝিই কি বুথ স্তরে অভিযানে ঝাঁপাছে তৃণমূল? সেই প্রশ্নই সামনে আসছে। রাজ্য-ব্যাপী কোনও কর্মসূচিতে যোগদান করবেন অভিষেক? নবজোয়ার-এর মতো কোনও কর্মসূচি আবার আসতে চলেছে? নাকি ভোটের আগে নিছকই গুরুত্বপূর্ণ কোনও বার্তা দেবেন দলের নেতাদের? এমন সব প্রশ্ন সামনে আসছে।
দলের একাংশের দাবি, সংগঠনের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকসভার রণকৌশল চূড়ান্ত করতেই এই বৈঠক। বৈঠকে হাজির থাকতে হবে যাঁদের, তৃণমূলের সেই সকল সাংসদ, বিধায়কদের মোবাইলে আজ দুপুরের মধ্যেই বৈঠকের নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হবে। দুপুর ৩টের আগেই বৈঠকে যোগ দিতে হবে ওই লিঙ্কে ক্লিক করে। সেখানেই সরাসরি অভিষেকের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে তাঁদের।