এক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাঁকে ভারতরত্ন দিয়ে কৃষকদের সদর্থক বার্তা দিতে চেয়েছিলেন, এবার সেই প্রয়াত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথনই নিশানা করলেন কেন্দ্রকে। তাঁর মতে, আন্দোলনরত কৃষকদের দাবিদাওয়াগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের সমর্থনে মধুরা বলেছেন, ‘খবর পাচ্ছি কৃষকদের দিল্লি আসা আটকে দিতে রাস্তায় ব্যরিকেড বসানো হয়েছে। অস্থায়ী জেল তৈরি করা হয়েছে রাস্তার ধারে।’ তাঁর প্রশ্ন, ‘কৃষকেরা অন্নদাতা, তাঁরা অপরাধী নন। তাঁদের আটকাতে কেন এমন পদক্ষেপ করা হবে।’
প্রসঙ্গত, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করেছেন। গত বছর প্রয়াত হয়েছেন জগৎ বিখ্যাত এই কৃষি বিজ্ঞানী যাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। কৃষকদের দিল্লি অভিযানে বারে বারে আলোচনায় আসছে এই প্রয়াত বিজ্ঞানীর নাম। কৃষকদের অনেকের হাতেই আছে স্বামীনাথনের ছবি সাঁটা প্ল্যাকার্ড। দিল্লির একটি অনুষ্ঠানে এই বিজ্ঞানীর কন্যা বলেছেন, এমএস স্বামীনাথনকে উপযুক্ত সম্মান জানাতে হলে সবচেয়ে আগে কৃষকদের দাবিদাওয়াগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার