শাহজাহানকাণ্ডের পর এই প্রথম বার সন্দেশখালি ঘুরে দেখলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সভাও করলেন। মঙ্গলবার সন্দেশখালি ঘুরে ন্যাজাট কালীনগরে বৈঠকে গিয়ে গ্রামবাসীদের একটি অভিযোগ নিয়ে ‘বিশেষ ঘোষণা’ করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, গ্রামবাসীদের অনেকের মাছের ভেড়ি লিজ়ে নিয়ে টাকা না দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা সমাধান করবে তৃণমূল।
কয়েক জন নেতার বিরুদ্ধে জোর করে জমি দখল করে ভেড়ির ব্যবসা করার অভিযোগ তুলেছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। ওই অভিযোগের প্রেক্ষিতে সেচমন্ত্রী কারও নাম না নিয়ে বলেন, ‘অভাব অভিযোগ রয়েছে। লিজ়ের টাকা দেয়নি। ঠকিয়েছে বলে অভিযোগ উঠেছে। চাষের ভেড়ির টাকা দেয়নি। গত দু’বছর ধরে এমন সব অভিযোগ উঠেছে। সেই টাকা দেওয়ানোর দায়িত্ব নেবে তৃণমূল।’
পাশাপাশি ‘বেপাত্তা’ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে নিয়েও মুখ খোলেন সেচমন্ত্রী। জানিয়ে দেন, উত্তম হাজরার মতো শিবুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা বিচার করে পদক্ষেপ করতে পারে দল। ঘটনাক্রমে শনিবার দুপুরে রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে পার্থই ঘোষণা করেন যে, আগামী ছ’বছরের জন্য তাঁদের দল থেকে উত্তমকে সাসপেন্ড করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। তার অব্যবহিত পর উত্তমকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।