এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরের শুকনিবাসা, দিয়াসা এলাকায় ভেঙে পড়ল একটি যুদ্ধবিমান। প্যারাসুটে নীচে নেমে এসে কোনওরকমে প্রাণ বাঁচান এয়ারফোর্সের দুই পাইলট।
মঙ্গলবার দুপুর ৩ টা ৩৫ মিনিট নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে কেঁপে ওঠেন এলাকার মানুষ। কী হয়েছে বুঝতে না পেরে ছোটাছুটি শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন ধান জমিতে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ার বেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছন।
স্থানীয় বাসিন্দা শীতল সিং বলেন, ‘দুপুর সাড়ে তিনটে নাগাদ বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসি। দেখি, যুদ্ধবিমান ভেঙে পড়েছে। শুনেছি দুজন পাইলট ছিলেন। বিমান ভেঙে পড়ার আগেই তাঁরা নেমে আসেন। তাঁদের কোনও ক্ষতি হয়েছে কি না তা বলতে পারছি না।’
কলাইকুন্ডা এয়ারবেসে নিয়মমাফিক প্রশিক্ষণ চলছিল। আচমকাই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন এয়ারফোর্সের আধিকারিকরা। তবে দুই পাইলট প্রাণে বেঁচে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি। সমস্তদিক খতিয়ে দেখছেন তাঁরা।