হাজার হাজার কৃষক ফের একটি মেগা প্রতিবাদের জন্য দিল্লির দিকে মিছিল করছেন। এই কৃষকদের আটক করার জন্য দিল্লির একটি স্টেডিয়াম চেয়ে দিল্লির সরকারকে চিঠি দেয় কেন্দ্রীয় সরকার। আম আদমি পার্টি (এএপি) সরকার তাদের আটকে রাখার জন্য একটি স্টেডিয়ামকে একটি অস্থায়ী কারাগারে পরিণত করার জন্য কেন্দ্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অরবিন্দ কেজরিওয়াল সরকার বলেছে যে কৃষকদের দাবিগুলি সত্য এবং যোগ করেছে যে প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।
দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলোত কেন্দ্রের একটি জবাবে বলেছেন, ‘কৃষকদের দাবি সঠিক। দ্বিতীয়ত, শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই কৃষকদের গ্রেফতার করা ভুল’। প্রতিবাদী কৃষকদের আটকে রাখার জন্য বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।
মন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের, তাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো উচিত এবং তাদের আসল সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। দেশের কৃষকরা আমাদের ‘অন্নদাতা’ এবং তাদের গ্রেফতার করে এইভাবে আচরণ করা তাদের ক্ষতে নুন দেওয়ার মতো হবে। আমরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পক্ষ নিতে পারি না”।