কৃষক বিক্ষোভ সামাল দিতে রাজধানী দিল্লিকে কার্যত চারিদিক দিয়ে ব্যারিডেডে ঘিরে ফেলেছে পুলিশ। এদিকে তার জেরে নাজেহাল দশা সাধারণ মানুষের। তীব্র যানজটে আটকে রয়েছে অসংখ্য গাড়ি। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে যানজট।
এদিকে দিল্লির দিকে এগোতে শুরু করেছেন কৃষকরা। আর মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছেন তাঁরা। ফসলের সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে অনড় তাঁরা। মধ্য রাতে সরকার তাঁদের সহ্গে আলোচনায় বসলেও কোনও রকম সুরাহা হয়নি। শেষ পর্যন্ত দিল্লি চলো অভিযানের ডাক দেন কৃষকনেতারা।
দিল্লি-হরিয়ানা সীমানায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ প্রতিরোধ তৈরি করে। এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদােন গ্যাসের শেল ফাটাতে থাকে। ধু্ন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হচ্ছে।
এদিকে আম আদমি পার্টি সমর্থন জানিয়েছে কৃষকনেতাদের। আপ মন্ত্রী কৈলাস গেহলট জানিয়েছেন কৃষকরা যে দাবি জানিয়েছে সরকারের কাছে সেটা ন্যায্য। কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলনই চালাচ্ছিল। পুলিশ অকারণে তাঁদের উপরে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। দিল্লি হরিয়ানার সম্ভু সীমানায় চরম অস্থিরতা তৈরি হয়েছে। কৃষকদের ছত্রভঙ্গ করতে তৎপর পুলিশ প্রশাসন। গোটা দিল্লি শহরকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনকারীরা প্রবেশ করতে না পারে।