বাইশ গজে ফিরেই ব্যাটে ঝড় তুললেন তিনি। টি-টোয়েন্টিতে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১২০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ম্যাক্স। ১২টি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৫৫ বলেই ১২০ রান করে ফেলেন তিনি। আর শতরান করতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ছুঁয়ে ফেললেন অজি তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি করে সেঞ্চুরি লেখা রয়েছে রোহিত ও ম্যাক্সওয়েলের নামের পাশে।
এদিন ইনিংসের বিরতিতে দুরন্ত ছন্দে থাকা ম্যাক্সওয়েল বলেন, “দারুণ মজা হয়েছে। এখানে (অ্যাডিলেড) খেলতে সবসময়ই ভালো লাগে। বিগ ব্যাশেও আমরা দেখেছি এখানকার উইকেট খুব ভালো। সবসময়ই সুযোগকে কাজে লাগাতে ভালোবাসি। আর আরও ভালো লাগছে, কারণ আমার মা-বাবাও অ্যাডিলেডে আছেন। তাঁদের সামনে ভালো খেলতে পেরে দারুণ লাগছে।” ম্যাক্সওয়েলের চওড়া ব্যাটেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পওয়েল ৬৩ রান করলেও ৩৪ রানে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারায় অস্ট্রেলিয়া। এদিন দ্বিতীয় ম্যাচও পকেটে পুরে ফেলায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল অজি-বাহিনী।