শেষমেশ ঘটেছে জল্পনার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলিতেও বিরাট কোহলিকে পাবে না ভারত। সিরিজে বিরাটের না থাকায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা ভরাট করা সম্ভব নয় বলেই মনে করছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। “কোহলির না থাকা গোটা সিরিজের জন্য খারাপ দিক। তবে ভারত শেষ টেস্ট ম্যাচটা জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। সবাই জানেন যে কোনও দলের কাছেই কোহলি মূল্যবান সম্পদ। তবে ব্যক্তিগত বিষয়কে তো অগ্রাধিকার দিতেই হবে। কোহলি না থাকায় বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। ভারতের ব্যাটিং অর্ডারে কোনও একজনকে পারফর্ম করতে হবে, রান করতে হবে”, সংবাদসংস্থাকে বলেছেন তিনি।
পাশাপাশি, ব্রড আলাদা করে বাজবল ক্রিকেটের প্রশংসা করেছেন। শুধু স্টুয়ার্ট ব্রড নন, ইংল্যান্ডের প্রাক্তন তারকা ইয়ান বোথামও বাজবল ক্রিকেটের প্রশংসা করেছেন। বাজবল ক্রিকেটের জন্য টেস্ট ক্রিকেট দেখতে এখন মাঠে আসছেন মানুষ।
ইংল্যান্ডের তারকা স্টুয়ার্ট ব্রডও মনে করছেন বাজবল ক্রিকেট টেস্ট ফরম্যাটকে এগিয়ে নিয়ে যাবে। অবসরের আগে স্টুয়ার্ট ব্রডও বাজবল ক্রিকেটের অংশই ছিলেন। “বাজবল ক্রিকেট আমার খুব পছন্দের। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। তবে প্রমাণিত হয়ে গিয়েছে, বাজবল ক্রিকেট যে কোনও দেশেই সাফল্য পেতে পারে। আমার মনে হয় হায়দরাবাদে ইংল্যান্ডের পারফরম্যান্স সব চেয়ে উল্লেখযোগ্য। আমরা পাকিস্তানের মাটিতে ৩-০ ফলাফলে জিতেছি। নিউজিল্যান্ডেও ভালো খেলেছি। বাজবল ক্রিকেট টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। দর্শকদের জন্যও এই বাজবল ক্রিকেট খুব উপভোগ্যও বটে”, বক্তব্য ইংল্যান্ডের প্রাক্তন পেসারের।